Wellcome to National Portal

0১ নভেম্বর হতে ৩0 জুন পর্যন্ত মোট ০৮ (আট) মাস ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. সাইজের ইলিশ মাছ (জাটকা) আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় দন্ডনীয় অপরাধ। সুতরাং অত্র সিনিয়র উপজেলার মৎস্যচাষী/মৎস্যজীবীদের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, আপনারা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বিনিময় থেকে বিরত থাকুন  ।

                                                                                                       


        


                    

                

                                               

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

♦ ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা পুরণে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ:

১। উলম্বভাবে মাছের উৎপাদন বৃদ্ধিকরণ;

২। নিবিড় মাছচাষ পদ্ধতির সম্প্রসারণ;

৩। ফার্ম মেকানাইজেশন- এরেটর, অটো ফিস ফিড মেশিন, ইত্যাদি চালুকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ;

৪। উত্তম মাছচাষ অনুশীলনে অভ্যস্থকরণ;

৫। মাছচাষিদের সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণ;

৬। অফিস-মাছচাষি যোগাযোগ সহজীকরণ;

৭। আড়তে ঢলন প্রথার বিকল্প ব্যবস্থা চালুকরণ।